করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নিবার্চনে রঙিন পোস্টারের ব্যবহার


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ১০:৫৩ পিএম, ২০২২-০৭-২৭

করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নিবার্চনে রঙিন পোস্টারের ব্যবহার

॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির-রাঙামাটি ॥

রাঙামাটি করাত কল ও কাঠ পরিবহন শ্রমিক কল্যান বহুমুখী সমবায় সমিতি এর কার্যকরী পরিষদের নিবার্চন আগামী ২৯জুলাই।

এই নির্বাচন কে ঘিরে প্রার্থীদের চলছে নানার আয়োজন।  প্রার্থীরা বিভিন্ন ভাবে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। কেউ কেউ অতিউৎসাহী হয়ে ব্যবহার করছেন রঙিন পোস্টার।  যদিও সমবায় কার্যলয়ের আইনে রঙিন পোস্টার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।  সমবায় কার্যলয়ের আইনের তোয়াক্কা না করে প্রার্থীরা  ব্যবহার করছে রঙিন পোস্টার।  
এদিকে সমবায় কার্যলয় থেকে ও নেয়া হয়নি কোনো প্রকার প্দক্ষেপ।

রঙিন পোস্টার ব্যবহারের বিষয়ে রাঙামাটি সদর উপজেলা সমবায় অফিসার আশিষ চৌধুরী সাথে কথা বললে তিনি বলেন, রঙিন পোস্টার ব্যবহার সমবায় কার্যলয়ের আইনে সম্পূর্ন নিষিদ্ধ।  
রঙিন পোস্টার প্রার্থীরা ব্যবহার করছে এমন প্রশ্নে তিনি বলেন,  একজন প্রার্থী রঙিন পোস্টার ব্যবহার করছে তা অন্য একজন প্রার্থী এসে মৌখিক ভাবে জানিয়েছে,  আমরা তাদের কে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দি।

এপর্যন্ত কেউ লিখিত অভিযোগ না দেয়া রঙিন পোস্টার ব্যবহার কারীর বিরুদ্ধে সমবায় কার্যলয়  থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।  তা আরো খতিয়ে দেখবেন বলেও জানান রাঙামাটি সদর উপজেলা  সমবায় কার্যলয়ের এ কর্মকর্তা।

রঙিন পোস্টার ব্যবহারের বিষয়ে রঙিন পোস্টার ব্যবহারকারী কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো হারুনর রশীদ এর সাথে কথা বললে তিনি বলেন,  রঙিন পোস্টার ব্যবহার করা আইনে নাই তবে অন্যরা ব্যবহার করছে তাই তিনি করছেন।  আর রঙিন পোস্টার ব্যবহারে সমবায় কার্যলয় থেকে তাদের কে কিছু জানিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন,  সমবায় কার্যলয় থেকে তাদের কে এ বিষয়ে কিছু জানানো হয়নি।