রাজস্থলীতে আধুনিক পদ্ধতিতে সারা বছর ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ


রাজস্থলী প্রতিনিধি    |    ১১:১৩ পিএম, ২০২২-০৭-২৫

রাজস্থলীতে আধুনিক পদ্ধতিতে সারা বছর ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নের প্রান্তিক চাষীদের নিয়ে দিন ব্যাপী আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকের সারাবছর ফসল উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। 

রাজন্থলী উপজেলা কৃষি বিভাগের কার্যলয়ে ২৫ জুলাই সোমবার সকাল ১১ টায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষকের সারাবছর ফসল উৎপাদন প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, জাইকার প্রতিনিধি উৎপল তনচংগ্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক সহ বিভিন্ন এলাকা হতে আগত  প্রান্তিক কৃষক কৃষাণীগন।