রাঙামাটিতে নবনির্মিত সিজিএম আদালত ভবনের উদ্বোধন


আলমগীর মানিক    |    ১০:৪৮ পিএম, ২০২২-০৭-২৪

রাঙামাটিতে নবনির্মিত সিজিএম আদালত ভবনের উদ্বোধন

রাঙামাটি জেলা দায়রা জজ আদালতের সামনে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সিজিএম আদালত ভবনের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক-এমপি।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,  জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম,  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক, রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মোঃ মোখতার আহমদ প্রমূখ। 

রাঙামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নবনির্মিত পাঁচ তলা বিশিষ্ট আদালত ভবনটি ২০ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটি গণপূর্ত বিভাগএ ভবন নির্মাণ করা হয়।

ভবনে ১৩টি এজলাস রয়েছে। যেখানে আদালতের বিচারকার্য অনুষ্ঠিত হবে। এছাড়া এই ভবনে কনফারেন্স রুম, জেলা লিগ্যাল এইড অফিস, বিচারকদের চেম্বার, খাস কামরা, মালখানা, ওয়েটিং রুম, ফিডিং রুমসহ অন্যান্য প্রশাসনিক কক্ষ রয়েছে। ভবনে দুটি লিফট রয়েছে।