আজ রাঙামাটি আ’লীগের নেতা জসিম উদ্দিন বাবুলের ২য় মৃত্যুবার্ষিকী


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৬ এএম, ২০২২-০৭-২০

আজ রাঙামাটি আ’লীগের নেতা জসিম উদ্দিন বাবুলের ২য় মৃত্যুবার্ষিকী

আজ বুধবার (২০ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ রাঙামাটি জেলা শাখার প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জসিম উদ্দিন বাবুলের ২য় মৃত্যু বার্ষিকী। ২০২০ সালের ২০ জুলাই  চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কেএম জসিম উদ্দিন বাবুল এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী ছিলেন। এই জেলার সকল সম্প্রদায়ের গণমানুষের সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে এ জেলার মানুষের অপূরনীয় ক্ষতি হয়েছে।

জনসেবা ও সমাজের উন্নয়নে তাঁর অবদান এখানকার মানুষ চিরজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জসিম উদ্দিন বাবুলের বড় ছেলে কে এম ফজলুল হক সুজন জানিয়েছেন তার বাবার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্থানীয় মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, কেএম জসিম উদ্দিন বাবুল রাজনীতির পাশাপাশি সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের কার্যক্রমে জড়িত ছিলেন- তিনি বাংলাদেশ ছাত্রলীগ, পার্বত্য চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি, রাঙামাটি জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাচিত

সহ-সভাপতি, আপার রাঙামাটি মডেল জামে মসজিদ কমপ্লেক্স ও সাংস্কৃতি কেন্দ্র পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ভিসি প্রিন্স মুক্ত রোভার স্কাউটের সাবেক সভাপতি, আপার রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রাঙামাটি করাতকল শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাবেক প্রধান উপদেষ্টা, রাঙামাটি মৎস্য শ্রমিক বহুমুখী সমবায়

সমিতি লিঃ এর সাবেক প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক শেখ রাসেল স্মৃতি সংসদ, মাহাতা, আনোয়ারা, চট্টগ্রাম, পি.ডব্লিউ.ডি ঠিকাদার কল্যাণ সমিতিরি সাবেক সহ-সভাপতি, সাবেক সভাপতি মাহাতা মিতালী সংঘ, আনোয়ারা, চট্টগ্রাম, আব্দুল হাকিম রহঃ ফকির ওরশ পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুর্ণবাসন কেন্দ্রের সাবেক

সহ-সভাপতি, রাঙামাটি জেলা আবহানী ক্রীড়া চক্র লিঃ এর সাবেক অর্থ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সমাজ সেবা অধিদপ্তর রাঙামাটির সাবেক সদস্য, শিশু নিকেতন পরিচালনা কমিটির সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে গেছেন।