কুতুকছড়ি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৪১ পিএম, ২০২২-০৭-০৬

কুতুকছড়ি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটি সদর উপজেলাধীন ৪নং কুতুকছড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রমেশ মারমা, সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হৃদয় বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুখময় চাকমা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙামাটি জেলা সভাপতি মো. শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মো. ফজরুল করিম, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব মো. আরিফ উদ্দিন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ বালুখালী এবং সাপছড়ি ইউনিয়নের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উদ্বোধক রমেশ মারমা বলেন, সেবা, শান্তি, প্রগতি ও নিয়ম শৃঙখলা মেনে নতুন কমিটির আগমন হোক। এই কমিটির মাধ্যমে জননেতা দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা আরিফ উদ্দিন বলেন, কুতুকছড়ি ইউনিয়ন কে শক্তিশালী করতে চাইলে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অবৈধ এসব অস্ত্র উদ্ধার হলে পাহাড়ের দুর্গম এলাকায় আমরা শক্তিশালী কমিটি গঠন করতে পারব। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটিকে পূনরায় দায়িত্ব দেওয়া হয়।