আলমগীর মানিক | ১১:৩৭ পিএম, ২০২২-০৭-০১
চলতি বছরের বিগত ২৬মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর ঘোষনার ৩৫ দিন পর পহেলা জুলাই ২০২২ ইং তারিখ থেকে পার্বত্য রাঙামাটি জেলায় আনুষ্ঠানিকভাবে টহল কার্যক্রম শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন কর্তৃপক্ষ। প্রায় দুইশো সদস্য নিয়ে শুক্রবার (১জুলাই ২০২২) থেকে রাঙামাটি শহরে কার্যক্রম শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এপিবিএন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার(১) ফজলুর করিম। শুক্রবার সারাদিনই রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় এপিবিএনের গাড়ি টহল দিতে দেখা গেছে।
রাঙামাটির দায়িত্বে থাকা এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর করিম জানান, সরকারের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় রাঙামাটি শহরে কাজ শুরু করেছে এপিবিএনের রাঙামাটি ইউনিট। দুটি টহল দল শহর এলাকায় কাজ করবে। জনবল ও প্রয়োজনীয় গাড়িসহ আনুসাঙ্গিক সরঞ্জাম পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হবে।
ইতিমধ্যেই শহরে কাজ করার মতো সরঞ্জামাদি তারা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই টহল কার্যক্রম পরিচালনা করবো। যদি কোনো ফৌজদারি অপরাধ আমাদের নজরে আসে সেক্ষেত্রে পুলিশের মাধ্যমেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পার্বত্য শান্তি চুক্তির পরে শর্তানুসারে ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশ সেনা বাহিনীর ২৩৮টি ক্যাম্প প্রত্যাহার করা হয়।
কিন্তু এরপরেও পার্বত্য চট্টগ্রামে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, বন্ধ না হওয়ায় পাহাড়ে অব্যাহত সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা কমাতে এবং চাঁদাবাজি, ভাতৃঘাতি সংঘাত নিরসনসহ স্থানীয় জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীগোষ্ঠির অপতৎপরতা বন্ধে পাহাড়ে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলোতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যদের দিয়ে ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় গত ২৬ মে রাঙামাটি পুলিশ লাইনসে এপিবিএনের বিভিন্ন কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনী যেসব ক্যাম্প ছেড়ে এসেছে, সেসব জায়গায় এপিবিএন মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সেদিন বৃহস্পতিবার (২৬ মে) স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে সাথে নিয়ে সকালে রাঙামাটি পুলিশ লাইন্সে ১৮ এপিবিএন রাঙমাটি, ১৯ এপিবিএন বান্দরবান এবং ২০ এপিবিএন খাগড়াছড়ির সদর দপ্তর এবং ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)-এর কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় ৩৫ দিন পর পহেলা জুলাই রাঙামাটি শহরে এপিবিএন এর দুইশো সদস্য টহল কার্যক্রম শুরু করেছে।
আইয়ুব চৌধুরী : চতুর্থ পর্যায়ে ২২/২৩ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম রাজস্থলী...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : দেশের সবচেয়ে আকষর্ণীয় রাঙ্গামাটির দুই উপজেলার সড়ক যোগাযোগ রাজস্হলী-কাপ্তাই উপজেলা। দীর্ঘ প্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিত ভাবে ...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা জমে উঠেছে। ৫ফে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পবিত্র কুরআন খতমে গাউসিয়া শরিফ হামদ্ -নাত, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ছাত্রদের ছবক, ...বিস্তারিত
নুরুল কবির : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল য় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, হতদরিদ্র বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited