রাঙামাটিতে বুদ্ধ পুর্ণিমার অনুদানের চেক বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৩৫ পিএম, ২০২২-০৬-২৬

রাঙামাটিতে বুদ্ধ পুর্ণিমার অনুদানের চেক বিতরণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে জেলার বিভিন্ন বুদ্ধ বিহারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙামাটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ট্রাষ্টি জয়সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, অংসুইছাইন চৌধুরী সহ বিভিন্ন বিহারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনার সরকার, এই সরকারের আমলে সকল ধর্ম বর্ণের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হচ্ছে, উন্নয়ন যাতে কেউ বাঁধাগ্রস্থ করতে না পারে সে জন্য তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

পরে বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে ৮৩টি বিহার কর্তৃপক্ষের হাতে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।