রাঙামাটিতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন প্রশিক্ষণ


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৫ পিএম, ২০২২-০৬-২১

রাঙামাটিতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন প্রশিক্ষণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটিতে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মূল্য সংযোজন বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২০ জুন) সকালে বনরূপাস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে অংসুই ছাইন চৌধুরী বলেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী বান্ধব সরকার এবং তিনি নারীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরিষদ প্রত্যাশা করে নারীরা স্বাবলম্বী হলে পার্বত্য চট্টগ্রাম আরও সুন্দর এবং সমৃদ্ধ হবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির ফলে স্থানীয় প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মতো প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। পার্বত্য শান্তিচুক্তির ফলে পরিষদগুলি শক্তিশালী হওয়ায় ইউএনডিপির মতো সংস্থাগুলো পরিষদের সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, অত্র এলাকা ও স্থানীয় ১১ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীদের মাঝে জেলা পরিষদের সুনাম যেন অক্ষুন্ন থাকে সে উদ্দেশ্যে স্বচ্ছতার সাথে কাজ করে যেতে চাই।

সেজন্য শুধুমাত্র যোগ্য ও উপযুক্ত প্রার্থীকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে। পরিবারের পরিচালনা ও উন্নয়নের জন্য এ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টির মাধ্যমে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পদ্ধতি এ প্রশিক্ষণ থেকে আয়ত্ত্ব করতে পারলে পরিষদের চেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএফএসপির মাস্টার ট্রেইনার শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, এসআইডি-ইউএনডিপির জেলা ম্যানেজার ঐশ^র্য্য চাকমা এবং প্রশিক্ষক ফ্যাশন ডিজাইনার পার্থসেন গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএফএসপির জেলা কর্মকর্তা তুহিন চাকমা।

৩দিনব্যাপী প্রশিক্ষণে রাঙ্গামাটির ১০উপজেলা হতে ২৫ জন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত নারী অংশগ্রহণ করেন।