প্রবল বর্ষনে রাজস্থলীতে ভাঙ্গনের কবলে তাইতং পাড়া ও পৌয়তু পাড়া


রাজস্থলী প্রতিনিধি    |    ০৯:০১ পিএম, ২০২২-০৬-২১

প্রবল বর্ষনে রাজস্থলীতে ভাঙ্গনের কবলে তাইতং পাড়া ও পৌয়তু পাড়া

রাঙামাটি রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের জনবহুল গ্রাম তাইতং পাড়া ও পৌয়তু পাড়ার  মাঝামাঝি বিশাল আকারের পুকুর টি  টানা বর্ষার ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের ভাঙ্গনের ফলে সাধারন জনগনের যাতায়াত, চাষাবাদ  বন্ধ হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে  পুকুরের একপাশে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে  একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  এ পুকুরের পাশে এলাকাবাসী বসবাস করে আসছে।  পুকুরের পাশ দিয়ে প্রায় মানুষ চলাফেরা ও চাষাবাদ করে।  প্রসঙ্গতঃ পুকুর টি খনন করার উদ্যােগ নিয়েছিল একটি বেসরকারি এনজিও সংস্থা। সন্ত্রাসীরা মোটা অংকের টাকা দাবী করায় পুকুর টি নির্মান না করে পালিয়া যায় এনজিও সংস্থা। এলাকার জনগনের মানবিক চিন্তা করে পুকুর টি খননের উদ্যােগ নেন, ডাঃ রেনেনসো। দীর্ঘ একটি বছর খননের পর চাষাবাদ ও মৎস্য চাষে উপযোগী হওয়ার গত কয়েকদিন টানা প্রবল বর্ষনে পুকুরের পার ভেঙ্গে বিলীন হয়ে যায়। এতে মৎস্য চাষ ও চাষাবাদে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। 

সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সচেতন লোকজন ভাঙ্গন রোধসহ বড় ধরনের দূর্ঘটনা এড়াতে মাটি ভরাট করছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে। 

এবিষয়ে  ডাঃ রেনিনসো  জানান, তার অর্থায়নে  নির্মিত জনসাধারনের উপকারেত্ব পুকুর টি  খনন করা হয়েছিল। এছাড়া তিনি বলেন অতিদ্রুত ভাঙ্গন রোধ   করার ব্যবস্থা গ্রহন না করলে জনগনের যাতায়াত চাষাবাদ বন্ধ  হয়ে যেতে পারে। তাই তিনি ভাঙ্গনটি  দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসন  দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করেন।