রাজস্থলী প্রতিনিধি | ০৯:০১ পিএম, ২০২২-০৬-২১
রাঙামাটি রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের জনবহুল গ্রাম তাইতং পাড়া ও পৌয়তু পাড়ার মাঝামাঝি বিশাল আকারের পুকুর টি টানা বর্ষার ভাঙ্গনের কবলে পড়েছে। যে কোন মুহুর্তে বড় ধরনের ভাঙ্গনের ফলে সাধারন জনগনের যাতায়াত, চাষাবাদ বন্ধ হওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে পুকুরের একপাশে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পুকুরের পাশে এলাকাবাসী বসবাস করে আসছে। পুকুরের পাশ দিয়ে প্রায় মানুষ চলাফেরা ও চাষাবাদ করে। প্রসঙ্গতঃ পুকুর টি খনন করার উদ্যােগ নিয়েছিল একটি বেসরকারি এনজিও সংস্থা। সন্ত্রাসীরা মোটা অংকের টাকা দাবী করায় পুকুর টি নির্মান না করে পালিয়া যায় এনজিও সংস্থা। এলাকার জনগনের মানবিক চিন্তা করে পুকুর টি খননের উদ্যােগ নেন, ডাঃ রেনেনসো। দীর্ঘ একটি বছর খননের পর চাষাবাদ ও মৎস্য চাষে উপযোগী হওয়ার গত কয়েকদিন টানা প্রবল বর্ষনে পুকুরের পার ভেঙ্গে বিলীন হয়ে যায়। এতে মৎস্য চাষ ও চাষাবাদে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে।
সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সচেতন লোকজন ভাঙ্গন রোধসহ বড় ধরনের দূর্ঘটনা এড়াতে মাটি ভরাট করছে। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে।
এবিষয়ে ডাঃ রেনিনসো জানান, তার অর্থায়নে নির্মিত জনসাধারনের উপকারেত্ব পুকুর টি খনন করা হয়েছিল। এছাড়া তিনি বলেন অতিদ্রুত ভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহন না করলে জনগনের যাতায়াত চাষাবাদ বন্ধ হয়ে যেতে পারে। তাই তিনি ভাঙ্গনটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য এলাকায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে সেটি আগামীতেও আরো উন্নতি হতে হলে শেখ হাসিনা ছাড়া কোন বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে এক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পর্যটন জেলা বান্দরবান পৌরসভায় বসবাস করছে অসংখ্য মানুষ। তবে পর্যটন শহর হলেও ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited