নিজস্ব প্রতিবেদক | ০৯:২৪ পিএম, ২০২২-০৬-১৯
কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে পানির উপর নির্ভরশীল দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনও কিছুটা বেড়েছে।
রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহেরের সাথে রোববার ১৯ জুন যোগাযোগ করা হলে তিনি জানান,কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এরমধ্যে ২নং ইউনিটে ৩৯ মেগাওয়াট,৩নং ইউনিটে ২৯ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হয়েছে।
তিনি আরও বলেন, ১নং ইউনিট পুর্নবাসনের জন্য বন্ধ থাকলেও ৪নং ইউনিটটি হ্রদে পানি আরও বৃৃদ্ধি পেলে চালু করা হবে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। হ্রদে বর্তমানে ৮৯.৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও রোববার সকাল ৯টা পর্যন্ত পানি আছে ৭৭.০৪ এমএসএল।
কেন্দ্রের ব্যবস্থাপক আরও জানান,এখন বর্ষা মৌসুম প্রচুর ব্রষ্টিপাত হচ্ছে,ফলে ধীরে ধীরে হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২শ’ ৩০ মেগাওয়াট। কিন্তু পানির অভাবে গত মার্চ থেকে এ পর্যন্ত রেশনিং পদ্ধতিতে কেন্দ্রের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
আল মামুন : ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দেশে নৈ...বিস্তারিত
জুরাছড়ি প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙ্গালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শ...বিস্তারিত
নুরুল কবির : দীর্ঘদিন ধরে পৌর শহরের বাজারের চৌধুরী মার্কেট থেকে শুরু করে ক্যাচিংঘাটা পর্যন্ত সড়ক খানাখন্দে ভর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামা...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার...বিস্তারিত
আলমগীর মানিক : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited