পাহাড়ের সন্তান পুলিশ কর্মকর্তা শামিম নিজের রেশন পাঠালেন বন্যার্তদের জন্য


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৪ পিএম, ২০২২-০৬-১৯

পাহাড়ের সন্তান পুলিশ কর্মকর্তা শামিম নিজের রেশন পাঠালেন বন্যার্তদের জন্য

ডুবছে সিলেট। বৃহত্তর সিলেট বিভাগের ৮০ শতাংশ জায়গাই বন্যার কবলে। সিলেটবাসীর এই ঘোর বিপদের দিনে এবার অসহায়দের পাশে দাঁড়ালেন আলোচিত পুলিশ কর্মকর্তা পার্বত্য খাগড়াছড়ির সন্তান এএসপি শামীম আনোয়ার। 

জানা গেছে, নিজের জন্য পাওয়া সরকারি রেশনের সম্পূর্ণ অংশ সিলেটের বন্যাদুর্গত মানুষের জন্য পাঠানোর পাশাপাশি এএসপি শামীম আনোয়ার ঘোষণা দিয়েছেন, যতদিন সিলেটে বন্যা থাকবে, তত দিন তার রেশনের খাদ্যসামগ্রী সিলেটের ক্ষুধার্ত মানুষের মুখেই উঠবে।

এ ছাড়া সহায়তার জন্য বেতনের একাংশও পাঠিয়ে দিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সিলেটবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধও জানান এই পুলিশ কর্মকর্তা। বানভাসি মানুষের জন্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে 'উই আর বাংলাদেশ' নামক ফেসবুক গ্রুপ। মূলত তাদের বন্যার্তদের জন্য সৃষ্ট তহবিলেই নিজের সম্পূর্ণ রেশন দান করেছেন সিলেট ও শ্রীমঙ্গলের সাবেক এই র‍্যাব কর্মকর্তা।  

নিজের ফেসবুকের টাইমলাইনে লিখেন, সিলেট পরিস্থিতি জানতে সেখানে অবস্থানরত আমার কয়েকজন বন্ধু-সুহৃদের সঙ্গে কথা বললাম। অবস্থা এক কথায় ভয়ানক। আমার বন্ধু, আত্মীয় এবং ফেসবুকে যারা এই অধমকে ফলো করেন, সবার কাছে সনির্বন্ধ অনুরোধ, দয়া করে আপনার সামর্থ্য অনুযায়ী দুর্গত, অসহায় সিলেটবাসীর পাশে দাঁড়ান। আমি ইনশাআল্লাহ যতদিন বন্যা ও এর পরবর্তী ফলাফল দূর না হবে, ততদিন প্রতি মাসে আমার সম্পূর্ণ রেশন এবং বেতনের টাকার একাংশ তাদের কষ্ট লাঘবের জন্য ব্যয় করব।

গতকাল 'উই আর বাংলাদেশ' গ্রুপের এক পোস্টে এই মানবিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ প্রসঙ্গে গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন এস এম আকবর বলেন, 'বিপদের এই দিনে সিলেটবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই আমাদের এই উদ্যোগ। একজন বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা তার নিজের খাওয়ার জন্য বরাদ্দ সম্পূর্ণ রেশন আমাদের এই তহবিলে প্রদান করেছেন, এটা সত্যি আমাদেরকে অভিভূত করেছে। অন্যরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে হয়তো আমরা সিলেটবাসীর এই দুর্দিনে কার্যকর ভূমিকা পালন করতে পারব। '

খোঁজ নিয়ে জানা যায়, এএসপি শামীম আনোয়ার ২০২০ সালের করোনাকালে সিলেট, শ্রীমঙ্গল, সুনামগঞ্জ এলাকায় মানবতার পাশে দাঁড়ান। সে সময় তার কর্মকাণ্ড মিডিয়ায় স্থান করে নেয়। ব্যক্তিগত উদ্যোগে হাজার হাজার মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি তার বিভিন্নমুখী মানবিক কর্মকাণ্ড প্রশংসা কুড়ায়।  

এ ছাড়া  র‍্যাব-৯ করোনা রেসপন্স টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও করোনা রোগীদের চিকিৎসা ও সেবায় অনন্য ও সাহসী ভূমিকা রাখেন তিনি। বর্তমানে এএসপি শামীম আনোয়ার চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত।