নিজস্ব প্রতিবেদক | ০১:০৪ এএম, ২০২২-০৬-০৩
উচ্চবিলাসী বাজেট চাই না। এই মুহূর্তে গরিববান্ধব বাজেট খুবই জরুরি। নিন্মবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য বাজার দিনদিন আতংকে রূপ নিচ্ছে। এটাই প্রকৃত বাস্তবতা। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সাধারণ মানুষের কাছে মেগাপ্রজেক্ট কিংবা উন্নয়নশীল দেশের তকমার বাইরে স্থিতিশীল বাজার অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অস্থিতিশীল বাজার অনেক বড় বড় অর্জনকে ম্লান করে দিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের জন্য একটা টাস্কফোর্স কিংবা সমন্বয় সেল খুব জরুরি। বাজার মনিটরিংয়ে লোক দেখানো মোবাইল কোর্ট আর নিধিরাম সর্দার মার্কা ভোক্তা অধিদপ্তরকে যুগোপযোগী করে ঢেলে সাজানো জরুরি।
বিদেশে অর্থপাচার, দুর্নীতি এবং বৈদেশিক ঋণের ভার ঘাড়ের ওপর ভয়ংকর নিঃশ্বাস ফেলছে। যতদুর শুনেছি এবারের বাজেটে আভ্যন্তরীণ ব্যাংক ঋণের পরিমাণও এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আয়ের বিকল্প খাত সৃষ্টি না করে ক্রমাগত ঋণের মোড়কে বিশাল আকারের বাজেট কল্যাণের চেয়ে আতংক এবং বেশি আশঙ্কা সৃষ্টি করতে পারে।
বর্তমান নাজুক পরিস্থিতিতে রাজস্ব আয় বাড়ানোর যেমন বিকল্প নেই- তেমনি জনগণের উপরও করের বোঝা চাপানোর সুযোগ নেই। ক্রমাগতভাবে গ্যাস বিদ্যুৎসহ অন্যান্য সেবার মূল্যবৃদ্ধি হিতে বিপরীত হতে পারে। বিগত সময়ে বিদেশে পাচারকৃত বিশাল অংকের অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন সেল গঠন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে বহুমুখি সমস্যার সমাধান হবে।
বৈশ্বিক রাজনীতি বর্তমানে টালমাটাল অবস্থায় আছে; পাশাপাশি আভ্যন্তরীণ রাজনীতির মাঠ এখন নির্বাচনমুখী- তাই গতানুগতিক উচ্চবিলাসী বাজেটের রীতিনীতি এবং অনুসরণ সংস্কৃতি বিপদজনক হবে। প্রতিবেশি ভারত মিয়ানমারসহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের আচরণ দিনদিন তাদের স্বার্থের সাথে তাল মিলিয়ে উঠা-নামা করছে। ভোল পাল্টানোর এই খেলায় বাংলাদেশ এখনো অবুঝ শিশুর মতই দর্শক হিসেবে আছে। যার কারণে বাণিজ্য ঘাটতি কমার পরিবর্তে বেড়ে যাচ্ছে।
বাংলাদেশের জনগণের একটা দুর্ভাগ্যের বিষয় নজরে এলো- ব্যবসায়ী নেতারা রাজনীতিতে আসে জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এমপি মন্ত্রী হওয়ার পর তারা হয়ে উঠেন প্রকৃত ব্যবসায়ী। প্রতিশ্রুতির প্রতারণায় আজ প্রকৃত রাজনীতিবিদেরা হয়ে গেছে কর্মী আর ব্যবসায়ীদের দখলে চলে গেছে রাজনীতি।
তার উপর আমলাতন্ত্রের ভয়াল থাবা- মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রকৃত অর্থেই রাজনীতি আর রাজনীতিবিদদের কাছেও নেই; ব্যবসায়ীদের কাছেও নেই। রাজনীতি এখন আমলাদের রান্নাঘরে চা বানায়। গণতন্ত্র আর সুশাসনের জন্য রাজনীতি রাজনীতিবিদদের হাতে যাওয়া জরুরি।
এদেশের গরিব-দুঃখী মানুষের কল্যাণে একটা জনবান্ধব বাস্তবসম্মত বাজেট চাই।
লেখক : সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও সমাজকর্মী এবং রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা এলাকার স্থায়ী বাসিন্দা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শনিবার জুরাছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পাহাড়ের দূর্গমাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের সাথে শান্তিপূর্ন সহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আলহাজ¦ কাজী মঈনুদ্দিন আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য, জ্বালানি তেলর মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ লোড শেডিং এর প্রতিবা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited