ছাত্রদল করতেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের দাবী

সৌরভ দে    |    ০৪:০২ পিএম, ২০২০-০৯-০১

ছাত্রদল করতেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন

২০০৫ সালের ছাত্রদলের কমিটিতে ছিলেন রাঙামাটি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই দাবী করেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা। এসময় তিনি নিজের দাবির পক্ষে প্রমাণ হিসেবে ২০০৫ সালে গঠিত রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের পূর্নাংগ কমিটির তালিকাটি উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সাধারণ সম্পাদক প্রকাশ বলেন, "আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের পূর্ব মূহুর্ত পর্যন্ত বিগত কোন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না। মূলত নাসরিন ইসলাম ছাত্রজীবনে ২০০৫ সালে রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অর্ন্তভুক্ত ছিল। পরবর্তীতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কমিটিতেও অন্তর্ভূক্ত ছিল। কিন্তু এসব তথ্য গোপন করে সম্প্রতি সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক পদে আছে বলে সংবাদ সম্মেলনে দাবি করে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভূয়া। ইতিমধ্যে বিষয়টি রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টি গোচর হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে।"

তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। তিনি মুঠোফোনে জানান, তখন মিছিল সমাবেশ হলে ডেকে ডেকে আনা হত। যেখানে ডেকেছে সেখানে গিয়েছি। ওই সময়ে আমার রাজনীতির জ্ঞান ছিল না। তবে ধাওয়া, পাল্টা ধাওয়ার রাজনীতি আমি কখনো করিনি। আমার রাজনীতি ছিল শান্তির, আমি সাধারণ একজন সদস্য ছিলাম। আমি ছাত্রদল আর জাসাসের ব্যানারে গান গেয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।

প্রসঙ্গত, ২৯ আগস্ট রাঙামাটি জেলা ছাত্রলীগের চার  নেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে ১ সেপ্টেম্বর(আজ) সংবাদ সম্মেলন করে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, সহ-সম্পাদক ইমরুল হোসেনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।