রাজস্থলীতে প্রমীলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় 


রাজস্থলী প্রতিনিধি    |    ১০:১৪ পিএম, ২০২২-০৬-০১

রাজস্থলীতে প্রমীলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় 

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। ১ জুন বুধবার দুপুর ৩ ঘটিকায়   রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে অনুষ্ঠিত  চূড়ান্ত পর্বের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা থানা ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) জাকির  হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান  পুচিংমং মারমা,  মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উদয় মেম্বার।  এছাড়াও মাঠের চারপাশে কানায় কানায় হাজারো  দর্শক উপস্থিত ছিলেন। ২২ই মে শুরু হওয়া এই টূর্নামেন্টে  এ উপজেলা থেকে  ৪ টি দল অংশ গ্রহন করে।  চূড়ান্ত পর্বের খেলায়   ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় একাদশ  ও বড় কুইক্যা ছড়ি গার্ল  ষ্টার ক্লাব অংশ গ্রহন করে।  

খেলা শুরুর ২০ মিনিটের মাথায়  ২/১ গোলে  বড় কুইক্যাছড়ি গার্ল ষ্টার ক্লাব কে পরাজিত করে  প্রমীলা ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে  ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা । এসময় খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্য ভাইস চেয়ারম্যান বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে এই সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই।

খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক শ্রদ্ধাবোধ তৈরি হয়, আমরা যারা এ দুর্গম পার্বত্য এলাকায়  বসবাস করি এই ধরনের টূর্নামেন্টের মাধ্যমে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে সম্পর্ক আরো দৃঢ় হবে ।  এই ধরনের টূর্নামেন্টের মাধ্যমে  কোমলমতী মেয়েরা  আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে এই প্রত্যাশা রাখি। খেলায় দর্শকদের মন মাতানো ভাষ্যকার হিসেবে উপস্থাপনে ছিলেন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মংথো মারমা ও সহকারি শিক্ষক উজ্জ্বল কুমার তনচংগ্যা।