আলমগীর মানিক | ১২:১১ পিএম, ২০২২-০৫-২৪
ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীর পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এছাড়া আরও ৬ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠানকে এ পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার (২২মে) পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২০’ পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় মনোনীতদের বাছাই করা হয়।
সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং পদক মূল্যায়ন জাতীয় কমিটির সদস্য সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানায়, উপজেলা, জেলা এবং বিভাগ পর্যায়ে বিচারের পর জাতীয় কমিটি চূড়ান্তভাবে এই পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।
১৯৯৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারের প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্তদের সনদপত্র এবং প্রথম স্থান অধিকারীকে ৩০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
মনোনীত ৭ ব্যক্তি
ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে শেরপুরের মো. হজরত আলী আকন্দ, চুয়াডাঙ্গার আদিনা মালিক ও রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মনোনীত হয়েছেন।
‘বাড়ির ছাদে বাগান সৃজন’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে গাজীপুরের মনিরা সুলতানা, ময়মনসিংহের কবিতা নাসরিন সৃষ্টি এবং রাজশাহীর সাহানা নাসরিন মনোনীত হয়েছেন। এছাড়া ‘বৃক্ষ গবেষণা, সংরক্ষণ, উদ্ভাবন’ শ্রেণিতে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গাজীপুরের মো. তাসলিমুল হক।
মনোনীত ১৬ প্রতিষ্ঠান
এবার বিদ্যালয় বা সিনিয়র মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে ভোলার কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়, নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও কেটিএম মাধ্যমিক বিদ্যালয়কে মনোনীত করা হয়েছে।
কলেজ বা বিশ্ববিদ্যালয় শ্রেণিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে ফেনীর গার্লস ক্যাডেট কলেজ, চাঁপাইনবাবগঞ্জের শাহ নেয়ামতুল্লাহ কলেজ এবং ঝিনাইদহের এস ডি ডিগ্রি কলেজকে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম পুরস্কারের জন্য উপজেলা পরিষদ, চট্টগ্রামকে মনোনীত করা হয়েছে।
অধিদপ্তর, পরিদপ্তর, সেক্টর করপোরেশন ও প্রতিষ্ঠান শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যথাক্রমে সদর দপ্তর ১৯ পদাতিক ডিভিশন, শহীদ সালাউদ্দিন সেনানিবাস, টাঙ্গাইল; শুন শিং সিমেন্ট মিলস লি., খুলনা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা।
এনজিও, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা শ্রেণিতে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে নওগাঁর মানবসেবা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
‘ব্যক্তিমালিকানাধীন নার্সারি’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে আধুনিক নার্সারি, ময়মনসিংহ; টিএমএসএস নার্সারি, বগুড়া এবং হানিফ নার্সারি, টাঙ্গাইল মনোনয়ন পেয়েছে।
‘বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান’ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে ধামইরহাট বিট, সামাজিক বন বিভাগ, রাজশাহী এবং চর আগস্তি ফরেস্ট ক্যাম্প, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী মনোনীত হয়েছে।
প্রসঙ্গত: বৃক্ষরোপণে এনিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করতে যাচ্ছেন রাউজানের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এছাড়াও ইতিপূর্বে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ ও জাতীয় মৎস্য পদক অর্জন করেছিলেন রাউজানের এই কৃতি সংসদ সদস্য।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শনিবার জুরাছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পাহাড়ের দূর্গমাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের সাথে শান্তিপূর্ন সহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আলহাজ¦ কাজী মঈনুদ্দিন আ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য, জ্বালানি তেলর মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ লোড শেডিং এর প্রতিবা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited