জুরাছড়িতে গতি ফিরে পাচ্ছে ছাত্রদল


জুরাছড়ি প্রতিনিধি    |    ০৩:১৩ পিএম, ২০২০-১০-১২

জুরাছড়িতে গতি ফিরে পাচ্ছে ছাত্রদল

কয়েক বছর ধরে ছিলনা জুরাছড়ি উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম। দলকে শক্তিশালী করণের লক্ষ্যে অবশেষে গত ১৯ আগষ্ট ২০২০ সালে হঠাৎ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে জুয়েল চাকমা আহ্বায়ক ও কল্লোল চাকমাকে সদস্য সচিব করা হয়।

ছাত্রদল আহ্বায়ক জুয়েল চাকমা থেকে জানতে চাইলে তিনি স্বীকার করে জানান, আমাদের সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি। এতদিন ছাত্রদলের কোন ভূমিকা ছিলনা,আগামীতে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাব।

যুবদল সভাপতি আশুগোপাল চাকমা জানান, তিনি ২০০১ সালে প্রথমে ছাত্রদলে যোগদান করে বর্তমানে এ পর্যন্ত আসতে পেরেছেন। মাঝখানে কিছু সময় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ছিলনা বললেই চলে।বর্তমান সময়ের প্রেক্ষাপথে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ছাত্রদল উপজেলা আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছে বলে তিনিও স্বীকার করেন।

উপজেলা বিএনপির কমিটির সদস্য সচিব মোঃ মনির হোসেন থেকে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কোন সাংগঠনিক তৎপরতা ছিলনা, কমিটির কার্যক্রমও ছিল অগোছালো। ইতিমধ্যে দলের সমস্ত কার্যক্রম গোছানো হয়েছে, আগামীতে উপজেলা বিএনপি দৃশ্যমান কিছু দেখাবেন এমনটাই জানান তিনি। পাশাপাশি ছাত্রদল উপজেলা কমিটি হওয়াতে দল আরো বেশী শক্তিশালী হবে বলে তিনি মনে করেন।