কাপ্তাইয়ে দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৬ এএম, ২০২২-০৫-২৪

কাপ্তাইয়ে দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা বিষয়ক কর্মশালা

কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু ও বিভিন্ন শ্রেণি পেশার অংশীজনেরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা পরিষদের পরিচালন প্রকল্পের ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। 

এইছাড়া উক্ত কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। এছাড়া সড়ক পরিবহন আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, বাল্য বিবাহ আইন নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। সর্বশেষ ভোক্তা অধিকার আইন নিয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।