পার্বত্য চুক্তি সরকার বাস্তবায়ন করবে কি করবে না তার উত্তর জুম্ম জাতি জানতে চায়; সন্তু লারমা


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৯ এএম, ২০২২-০৫-২১

পার্বত্য চুক্তি সরকার বাস্তবায়ন করবে কি করবে না তার উত্তর জুম্ম জাতি জানতে চায়; সন্তু লারমা

সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন তো করছে না বিপরীতে চুক্তি বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করছে তাদের বিভিন্নভাবে দমন করছে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জেএসএস সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন পাহাড়ে বিভিন্ন দল সৃষ্টি করে তাদের নিশ্চিহ্ন করার চক্রান্ত করে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রামে জুম্মদের অস্থিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র অব্যাহত আছে। সে সাথে উন্নয়নের নামে পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রও অব্যাহত আছে। এসব থেকে উত্তরনে পার্বত্য চুক্তি বাস্তবায়ন বিলম্বিত না করে রোডম্যাপ ঘোষণা করে দ্রুত চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবীও জানিয়েছেন সন্তু লারমা।

শুক্রবার সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩ প্রতিষ্ঠা বার্ষিকী ২৬ তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন।

তিনি বলেন, আবারো ধাপে ধাপে পার্বত্য অঞ্চলের বুকে জাতিগত শোষণ নিপীড়ন বঞ্চনা সর্বক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। আমরা এখন এমন একটা সমাজে বসবাস করছি যেখানে হাত পা বাঁধা কথা বলার সুযোগ থাকলেও কথা বলতে পারছি না।  সরকার চুক্তি বাস্তবায়ন করবে কি করবে না তার উত্তর পাহাড়ী জনগণ জানতে চায়। পাহাড়ে একের পর এক সংকট বাড়ছে, আর সরকারকে ভুল বোঝানো হচ্ছে। 

পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমন মারমার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মংসানু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন, সাংবাদিক নজরুল কবির, শিক্ষক শিশির চাকমা, আদিবাসী যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ম্যাথিউ চিরান, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা আরো বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ২৫ বছর হলো, এসময় এসে সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের দাবি করার কথা না, তবুও আমরা শাসিত ও শোষিত হিসাবে বিশেষ একটা বাস্তবতায় সরকারকে বলতে চাই, সরকার কি চুক্তি বাস্তবায়ন করবে, নাকি কি করবে না, তার একটা রোড ম্যাপ ঘোষণা দিয়ে পার্বত্য চট্টগ্রামে যে অরাজকতা চলছে প্রশাসন, আইন শৃঙ্খলাবাহিনীর যে অত্যাচার দমন পীড়ন চালাচ্ছে সেটি অবসান করার জন্য। নতুবা আমাদের নতুন করে ভাবতে হবে। 

পরে আলোচনা সভাশেষে, একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণ হতে শুরু হয়ে, শহরের হ্যাপি মোড়, বনরুপা হয়ে আবার জিমনেশিয়াম গিয়ে শেষ হয়।