পৌর নির্বাচন: বাঘাইছড়িতে মনোনয়ন জমা দিলেন ৩৪ প্রার্থী


নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৭ এএম, ২০২২-০৫-১৮

পৌর নির্বাচন: বাঘাইছড়িতে মনোনয়ন জমা দিলেন ৩৪ প্রার্থী

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় আগামী ১৫ জুন প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জনসহ মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা রির্টারিং কর্মকর্তা মো. সাইদুর রহমান।

মঙ্গলবার (১৭ মে ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মেয়র পদে ৩ জন মনোনয়ন জমা দেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত মেয়র প্রার্থী মোৎ. জমির হোসেন, স্বতন্ত্র পদে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র পদে মো. রহমত উল্লাহ খাজা মনোনয়ন পত্র জমা দেন।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১১হাজার ১৭১ জন, এর মধ্যে পুরুষ ৫৮২০ ভোটার , নারী ভোটার ৫৩৫১ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সংখ্যা ৩টি। মোট ভোট কেন্দ্র ৯ টি, মোট ভোট কক্ষ ৩৮ টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ৫টি বলে জানা যায়।