খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন


খাগড়াছড়ি প্রতিনিধি    |    ০১:৫৬ এএম, ২০২২-০৫-১৮

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ঐতিহাসিক ১৭ মে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে খাগড়াছড়িতে। মঙ্গলবার (১৭ মে ২০২২) সকালের খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়। 

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। আলোর পথে যাত্রী আমরা-তুমি স্বপ্ন সারথী, তোমার নেতৃত্বেই দেশ পেয়েছে শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি”এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম এর সংরক্ষিত মহিলা আসনে এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়ুয়া,সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম। 

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পরিষদের সদস্য নিলোৎপল খীসা, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান মো: শানে আলম,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য শামীম চৌধুরী,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন,সাবেক ছাত্র নেতা ইকবাল বাহার,জেলা কৃষকলীগ সভাপতি পিন্টু ভট্টাচার্য,ভাইবোন ইউপির সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরাসহ নেতাকর্মীরা এতে অংশ নেয়। 

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এদেশকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র করে আসলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে বিশ^ দরবারে এখন এক অনন্য নাম শেখ হাসিনা।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পিতার দেখা স্বপ্ন বাস্তবায়নে অবিচল বঙ্গবন্ধু কন্যা সারা বিশে^র কাছে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। যার দূরদর্শী প্রচেষ্টায় বর্তমানে উন্নয়নের পথ ধরে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাই আগামী দিনেও চলমান উন্নয়নকে তরান্বিত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।