আজগর আলী খান | ০৫:১১ পিএম, ২০২২-০৫-১৪
প্রভাবশালীদের ছত্রছায়ায় রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ার বেশী স্থানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ চলছে। নদী, ছড়া ও কৃষি জমিতে ড্রেজার ও শ্যালো মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে।
উত্তোলিত বালু পাচারের কারণে গ্রামীণ সড়কগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বালু ও পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ, বলছে সুশীল সমাজ।
এতদিন কাপ্তাই নদীর বিভিন্ন ঘাট থেকে বালু তোলা হলেও এখন বাঙালহালিয়ার সর্বত্র চলছে অবৈধ বালু উত্তোলন ও পাহার কাটার চক্রের দৌরাত্ম্য। বালু খেকোদের নজর থেকে বাদ যাচ্ছে না কৃষি জমিও। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ চলছে রাজস্থলী উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে।
উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নাম ভাঙ্গিয়ে ডংনালা, পুলিশ ক্যাম্প হতে ৫০; গজ ভিতরে, বাঙালহালিয়া শফিপুর লতিফের বাড়ী সংলগ্ন, কুদুমছড়া, পুলকচৌধুরীর বাড়ীর পূর্বে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ৩৩ লক্ষ টাকার ব্রীজের পাশের এলাকায় রাতের আধাঁরে এসব বালু পাচার হচ্ছে চট্টগ্রামে। বালু উত্তোলনের কারণে সরকারি বরাদ্ধ কৃত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের নির্মিত ব্রীজ টি যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারে।
এছাড়া ,রাজস্থলী উপজেলার ছাইংখ্যং খাল, বড়ইতলি, কাপ্তাই নদীর একাধিক স্পটে এমনকি কৃষি জমির গভীর থেকে ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের পাশাপাশি কৃষিজমি হ্রাস পাচ্ছে। উত্তোলিত বালু পাচারের কারণে গ্রামীণ সড়কগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাজস্থলী উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলিত বালু রাতে আধারে সমতলে পাচার হয়ে যাওয়ার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, উপজেলার বিভিন্ন নদী, ছড়া ও খাল থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলনের কারণে পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, বাঙালহালিয়াতে ইজারাবিহীন বালু উত্তোলন করে পরিবেশ ধবংসের সাথে প্রভাবশালীরা জড়িত, এটি দূর্নীতি।
তবে এ বিষয়ে কথা হলে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার সিএইচটি টাইমসকে বলেন, আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা কে জনিয়েছি। তিনি অপরাগত হলে আমি প্রশাসনিক ভাবে বালু খোকোদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে পরিবেশ ধবংসের মহোৎসব বন্ধের দাবী জানিয়েছেন বাঙালহালিয়াবাসী।
আল মামুন : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট-২০২২ বিতরণ করা হয়েছে। বুধবার (...বিস্তারিত
আল মামুন : খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ভেঙ্গে পড়ে শ্রাবণ দেওয়ান নামের ৬ বছর বয়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র ও নগদ অর্থসহ আঞ্চলিক সংগঠন জেএসএসের...বিস্তারিত
আইয়ুব চৌধুরী : দেশি মদসহ চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে শামছুন্নাহার রেশমা(২৭)নামে একমহিলা আটক করেছে গোপন সংবাদের বি...বিস্তারিত
রাজস্থলী প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ( ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ- স্থানীয় সরকার ,পল্লী উন্নয়...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড় ও সমতলের বাসিন্দাদের আমিষের চাহিদা মেটানোর মৎস্য সম্পদের অন্যতম উৎসস্থল রাঙামাটির কাপ্তা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited