সংবাদ সম্মেলন পরবর্তী প্রকাশিত সংবাদ নিয়ে কবির সও:এর নিন্দা-প্রতিবাদ


প্রেস বিজ্ঞপ্তি    |    ১০:০২ পিএম, ২০২২-০৫-১৩

সংবাদ সম্মেলন পরবর্তী প্রকাশিত সংবাদ নিয়ে কবির সও:এর নিন্দা-প্রতিবাদ

বুধবার (১৩মে) রাঙামাটি শহরের বনরূপাস্থ রেইনবো রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন পরবর্তী প্রকাশিত সংবাদের বিষয়ে সংবাদ মাধ্যমে প্রতিবাদপত্র পাঠিয়েছেন শহরের রিজার্ভ  বাজারের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ি কবির সওদাগর। 

প্রেরিত প্রতিবাদপত্রে কবির সওদাগর উল্লেখ করেন, সংবাদ সম্মেলনে তাকে জড়িয়ে যে বক্তব্য প্রদান করা হয়েছে এবং সে আলোকে যেসকল সংবাদ মাধ্যমে সেটি প্রকাশ করা হয়েছে সম্পূর্ন উদ্দেশ্য প্রণোদিত হয়েই এমনটি করা হয়েছে। 

আমি মনে করি আমার সম্মানহানি করাসহ আমার পরিবারকে হেয় করার মানসে বিশেষ কোনো মহলের ইন্ধনে সংবাদ সম্মেলনে আমার নাম জড়িয়ে বক্তব্য প্রদান করে সম্মানিত সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। 

তারই ধারাবাহিকতায় সংবাদ মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে আবার কয়েকটিতে আমার বক্তব্য পুরোটা উল্লেখ না করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে করে আমি ও আমার পরিবারের সদস্যরা চরমভাবে হেনস্তার শিকার হওয়ার পাশাপাশি আত্মসম্মানের চরমহানি ঘটেছে। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

জাতির বিবেক প্রিয় সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে পরিচিত। কোনো একটি পক্ষ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের নামে মিথ্যা তথ্য পরিবেশন করবে আর সেটি কোনো প্রকার যাচাই-বাছাই নাকরে প্রকাশ করে দেওয়া সৎ সাংবাদিকতার অন্তরায় বলেও মনে করি আমি। আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা তথ্য নির্ভর সংবাদের তীব্র নিন্দা ও উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমি। সাথে সাথে আমি সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো সরেজমিনে অনুসন্ধান করে প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনপূর্বক রিপোর্ট প্রকাশ করুন।