ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু


নিজস্ব প্রতিবেদক    |    ০১:১৯ পিএম, ২০২২-০৪-১২

ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুরু হয়েছে মূল আনুষ্ঠানিকতা ।

মঙ্গলবার (১২এপ্রিল) সকালে শহরের রাজবাড়ি ঘাটে চাকমাদের ফুল বিঝু উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। গর্জনতলী ঘাটে ত্রিপুরা সম্প্রদায়ের ‘হাঁড়িবসু’ উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

ফুল ভাসানোর পর মুরব্বীদের স্নান করানো, নতুন বস্ত্র উপহার এবং পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর নাচে-গানে আগত অতিথিদের মাতিয়ে তোলেন, ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।

তিনদিন ব্যাপী আয়োজনে বুধবার বিজু উৎসব পালন করা হবে। তরুণ-তরুণীরা এদিন সারাদিন হৈ-হুল্লোড় করে কাটাবে। এ বাড়ি থেকে ও বাড়ি নিমন্ত্রণ আর আতিথিয়েতা গ্রহণের আনন্দ ভাগাভাগী করবে সবাই।

আগামী শনিবার (১৬ এপ্রিল) মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজন রাঙামাটির বেতবুনিয়ায় অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই জল উৎসব’। এতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।