২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি; সন্তু লারমা

রাঙামাটিতে পাহাড়ীদের সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসবের বর্ণাঢ্য র‌্যালী

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৫ পিএম, ২০২২-০৪-১০

২৫ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি; সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, দীর্ঘ ২৫ বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয়নি।

পাহাড়ে জুম্ম জাতি গোষ্ঠীর নিরাপদ জীবন ও সংস্কৃতি রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়ে ছিল কিন্তু আজ দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি। নানাবিধ প্রতিকুল পরিবেশে পার্বত্য অঞ্চলের জুম্ম জাতিগোষ্ঠীকে অস্বস্থিকর জীবন অতিবাহিত করতে হচ্ছে।

রবিবার সকালে (১০ এপ্রিল) রাঙামাটিতে পাহাড়িদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসবে র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, পাহাড়ের বসবাসরত ১৫টি জাতিগোষ্ঠির মানুষ রয়েছে। তাদের নিজস্ব ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে চায়। তাই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য তিনি জোর আহবান জানান।

রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিহু, বিষু ও সাংক্রান উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রতিকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

পৌর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসবের সুচনা করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে, চাকমা, ত্রিপুরা, মারমা, তংচঙ্গ্যা, পাংখোয়া, অহমিয়া, ক্ষুদ্র জাতিগোষ্ঠিসহ সকল সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণে পৌর প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালিটি শহরের প্রধান প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।