বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা বাচমং মারমা নিহত


নুরুল কবির    |    ০৭:০৪ পিএম, ২০২০-১০-১০

বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা বাচমং মারমা নিহত

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আবারো প্রাণ গেল বাচমং মারমা (৩৪) নামে এক জেএসএস কর্মীর। শনিবার সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচমং মারমা (৩৪)। পেশায় তিনি একজন এলাকার পল্লী চিকিৎসক ছিলেন। 

জানা গেছে, শনিবার সন্ধ্যায় সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ জামছড়ি বাজার এলাকায় হানা দেয়। এ সময় বাচমং মারমা তার ফার্মেসী দোকানে ছিলেন। সন্ত্রাসীরা দোকানে ঢুকে বাচমংকে গুলি করে হত্যার পর ঘটনাস্থল  থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনার পর জামছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশী টহল জোরদার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার ক্ল্যশৈমং মারমা। তবে এই হত্যাকান্ড কারা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। 

রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দোকানে অবস্থানকালে পল্লী চিকিৎসক বাচমং নামে একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।