হানিফ: অবৈধ অস্ত্র হাতে পাহাড়ে শান্তি আনা সম্ভব নয়


নিজস্ব প্রতিবেদক    |    ১২:০৫ এএম, ২০২২-০৩-২১

হানিফ: অবৈধ অস্ত্র হাতে পাহাড়ে শান্তি আনা সম্ভব নয়

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার (২০ মার্চ) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মাহবুবুল আলম হানিফ বলেন, পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে।

পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বহনকারী বিপদগামীদের উদ্দেশে তিনি বলেছেন, অবৈধ অস্ত্র হাতে রেখে শান্তি আনয়ন সম্ভব নয়। অস্ত্র পরিহার করুন। তবেই এখানে শান্তির সুবাতাস বইবে।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দীপংকর তালুকদার এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিনিধি সমাবেশের সূচনা হয়। দলে দলে নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশে যোগ দেন।