নিজস্ব প্রতিবেদক | ০৮:৫০ পিএম, ২০২২-০৩-২০
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, ধর্ম মানুষের জন্য-সমাজের জন্য, তেমনি জনগণের দ্বারা নির্বাচিত সরকারও জনগণের জন্য মঙ্গলের জন্য কাজ করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের জন্য আন্তরিক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের সার্বিক উন্নতির যে স্বপ্ন দেখেছিলেন তারঁই সুযোগ্য কন্যা হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করছেন। বর্তমানে দেশে জনমুখী সরকার ক্ষমতায় থাকায় সরকার চায় জনগণ ভাল থাকুক, জনগণের কষ্ট যেন কম হয়। তিনি বলেন, এখন দেশের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণ ও স্বাধীন ভাবে পালন করতে পারে। তিনি বলেন, পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী চিংম্রং বিহার অধ্যক্ষ একজন সৎ, আর্দশবান ধর্মগুরু। তিনি মানুষকে সত্যের পথে ধাবিত করছেন।
তিনি গত শুক্রবার দুপুর আড়াই টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে বিহারের ৩য় বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের এর ৯ম আচারিয়া( গুরু) মহাগুরুপুজা অনুষ্ঠানের প্রধান দায়ক এর বক্তব্যে একথা বলেন। আচারিয়া পূজানুষ্ঠান উদযাপন কমিটি, শিষ্য- প্রশিষ্য ও দায়ক দায়িকাবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
চিৎমরম বিহারের বিহারাধিপতি ভদন্ত পামোক্ষা মহাথের এর সভাপতিত্বে এইসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, কাউখালি উপজেলার সাবেক চেয়ারম্যান এস এম চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী সহ বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। গুরুপুজার যুগ্ম সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য রাখেন গুরুপুজার আহবায়ক ভদন্ত সুমনা মহাথের, সদস্য সচিব মংসুইপ্র মারমা।
এর আগে চিংম্রং বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের, দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এবং আমন্ত্রিত অতিথিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি জেলা পরিষদ এর বাস্তবায়নে ৫ কোটি টাকা ব্যয়ে চিংম্রং বৌদ্ধ বিহার ও শিক্ষা এবং গবেষণা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য এলাকায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে সেটি আগামীতেও আরো উন্নতি হতে হলে শেখ হাসিনা ছাড়া কোন বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে এক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পর্যটন জেলা বান্দরবান পৌরসভায় বসবাস করছে অসংখ্য মানুষ। তবে পর্যটন শহর হলেও ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited