রাঙামাটি বারের নির্বাচনে অ্যাড মোখতার সভাপতি, অ্যাড. রাজীব চাকমা সম্পাদক পদে নির্বাচিত


আলমগীর মানিক    |    ০৬:০৭ পিএম, ২০২২-০৩-১৫

রাঙামাটি বারের নির্বাচনে অ্যাড মোখতার সভাপতি, অ্যাড. রাজীব চাকমা সম্পাদক পদে নির্বাচিত

পার্বত্য জেলা রাঙামাটির আইনজীবি সমিতির নির্বাচন মঙ্গলবার অনুষ্টিত হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে আইনজীবিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহম্মদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. রাজীব চাকমা।  

রাঙামাটি আইনজীবি সমিতিতে সর্বমোট ৭৬ জন সদস্য হলেও ভোটাধিকার প্রয়োগে অংশ নিয়েছেন ৬৫ জন আইনজীবি। তার মধ্যে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মোখতার আহাম্মদ পেয়েছেন ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি গতবারের সভাপতি অ্যাড. কল্যাণ মিত্র কানু পেয়েছেন ২১ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাড. রাজীব চাকমা পেয়েছেন ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি অ্যাড. মামুনুর রশিদ পেয়েছেন ২৭ ভোট। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩ ভোট এবং সভাপতি পদে একটি ভোটসহ মোট ৪ ভোট বাতিল হয়েছে বলে জানাগেছে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাড. মিহির বরন চাকমা। নির্বাচন কমিশন সদস্য হিসেবে ছিলেন অ্যাড. পারভিন আক্তার ও অ্যাড. দর্শন চাকমা ঝন্টু।

নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাড. সুস্মিতা চাকমা, অ্যাড. সাইফুল ইসলাম পনির, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ আবছার আলী, কোষাধ্যক্ষ পদে অ্যাড. উজ্জ্বল তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড, মিলন চাকমা, পাঠাগার সম্পাদক পদে অ্যাড, প্রোজ্জ্বল চাকমা, সদস্য পদে অ্যাড. শফিউল আলম মিয়া, অ্যাড. বিবরণ চাকমা, মোঃ মামুন ভূঁইয়া, অ্যাড. রাশেদ ইকবাল ও অ্যাড. কামাল হোসেন সুজন বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি আইনজীবি সমিতি নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতায় নামলেও শেষ পর্যন্ত সভাপতি ও সাধারন সম্পাদক পদেই সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ১১টি পদে বিনা প্রতিদন্ধীতায় উপরোক্ত প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন।

এদিকে ব্যক্তি জীবনে ৫ কন্যা সন্তানের গর্বিত জনক প্রসিদ্ধ আইনজীবি হিসেবে পরিচিত অ্যাড. মোখতার আহম্মদ বিগত ২০১২ সালে প্রথমবার, ২০১৫ সালে দ্বিতীয়বার ও বতর্মান ২০২২ সালে তৃতীয়বারের মতো বিজ্ঞ আইনজীবি সহকর্মীদের প্রত্যক্ষ ভোটে রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিগত ১৯৮৮ সাল থেকে অ্যাড. মোখতার আহম্মদ দীর্ঘ ৩৩ বছর ধরে রাঙামাটিতে সুনামের সহিত আইন পেশায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি পৌরসভা থেকে শুরু করে একাধিক সরকারি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন অ্যাডভোকেট মোখতার আহম্মদ।