পাহাড়ের দুর্গমাঞ্চলে ৪০ হাজার সোলার প্যানেল বিতরণ করছে “উন্নয়ন বোর্ড”


নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৯ এএম, ২০২২-০৩-১৫

পাহাড়ের দুর্গমাঞ্চলে ৪০ হাজার সোলার প্যানেল বিতরণ করছে “উন্নয়ন বোর্ড”

দূর্গম বাঘাইছড়ি উপজেলায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে আরো ৪ কোটি ৯০লাখ টাকার ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রোববার (১৩ মার্চ) সকালে এসব প্রকল্প উদ্বোধন ছাড়াও উপজেলার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন চেয়ারম্যান। এর আগের দিন শনিবারে তিনি বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ৯ কোটি ২০ লাখ টাকার তিনটি প্রকল্পের উদ্বোধন করেন।

রোববার সূচনা হওয়া প্রকল্পগুলো হলো বৈদ্য কলোনী থেকে বড়াদম পাড়া হয়ে রেছখোলা চাকমার বাড়ি পর্যন্ত ৪ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যায়ে মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের অনাথ আশ্রম ভবন, ৩০ লাখ টাকার প্রকল্পে বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর পুকুরের সিড়ি নির্মাণ এর বিত্তি স্থাপন। ৩০ লাখ টাকা ব্যায়ে কাচালং শিশু সদন ছাত্রী নির্বাসের ভিত্তি স্থাপন করেন।

এর আগে রোববার সকালে বাঘাইছড়ি হিল স্পোর্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে চেয়ারমানকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রকল্প উদ্বোধন শেষে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে এক ধর্মীয় সভায় অংশ গ্রহন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মেগা প্রকল্পের আওতায় ৪০ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেনাবাহিনীর মেশিনারিজ টুলস এসব সোলার প্যানেল সরবরাহ করবে। খুব শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে।

এসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি দানবীর চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিহারের ধর্মীয়গুরোগন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শনিবার বাঘাইছড়ি আবাসিক বিদ্যালয় হতে দানবীর চাকমার বাড়ি পর্যন্ত ৪০ লাখ টাকার পাকা রাস্তা নির্মাণ, ৮০ লাখ টাকা ব্যয়ে শিজুগ কলেজের নতুন ছাত্রাবাস ভবন, ৮ কোটি টাকা ব্যয়ে সারোয়াতলী হতে আমতলী বাজার পর্যন্ত পাকা রাস্তাসহ মোট ৯ কোটি ২০ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন করেন।