বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের ব্যতিক্রমী ১ টাকার বাজার


বিলাইছড়ি প্রতিনিধি    |    ১১:১১ এএম, ২০২১-১২-১৪

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে নিন্ম আয়ের মানুষের ব্যতিক্রমী ১ টাকার বাজার

বিলাইছড়িতে পাহাড়ের মানুষের কল্যাণে ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসী ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে ব্যতিক্রমি ১ টাকার ভাসমান বাজার চালু করা হয়েছে।
রাঙ্গামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং  বিলাইছড়ি সেনা জোন ৬ বীর-এর পরিচালনায় উপজেলা স্টোডিয়াম দীঘলছড়িতে ভাসমান এই ১ টাকার বাজার চালু করা হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান বাজার  উদ্ধোধন করেন, বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৪১৩ মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক বিলাইছড়ি জোন। এসময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মাহির আশহাব আমিন ও ক্যাপ্টেন বিপুল কুমার সাহা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মার্মা এবং স্ব স্ব ওয়ার্ডের মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণ।

নিত্য পণ্যের মধ্যে ছিলো-আটা, চাল, তৈল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যে মাত্র ১ টাকা দিয়ে ক্রেতারা কিনেছেন এবং শাড়ি, লুঙ্গি, থামি, চপলসহ ১১ প্রকার জিনিস বিনামূল্যে নিজের ইচ্ছে মত বেছে নিয়েছেন বিলাইছড়ি এলাকার বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া পাহাড়ি-বাঙালী সাধারণ মানুষ। আর এসময় তারা এই ১টাকার বাজারে গিয়ে বিভিন্ন পন্যসামগ্রী কিনতে পারে আনন্দে হাসতে হাসতে যার যার ফিরে ফিরে গেছেন। আর ব্যতিক্রমধর্মী ১টাকার হাটবাজার বসানোর কারণে পার্বত্য দূর্গম এলাকায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা।

এসময় বিলাইছড়ির বিভিন্ন এলাকা থেকে মোট ২০০ সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবার মাঝে এ সুবিধা দেওয়া হয়।