নিজস্ব প্রতিবেদক | ১১:০২ এএম, ২০২১-১২-১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহীদ আব্দুল আলী একাডেমীর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওয়াল উদ্দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ জাহানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের অম্লীল, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
তিনি আরো বক্তারা বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকার প্রধানকে নিয়ে আলাল যে নোংরা বক্তব্য দিয়েছেন, তা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয়, মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যা প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই সাথে জাতির পিতাকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তার এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কুৎসিত ও চরম ধৃষ্টতামূলক বক্তব্য শুধু আমাদের দেশ ও জাতির জন্যই নয়, প্রতিবেশী দেশের জন্যও চরম অসম্মানজনক ও অবমাননাকর।
পরে বিক্ষোভ সমাবেশ শেষে দোয়েল চত্ত্বরের সামনে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে পবিত্র কুরআন খতমে গাউসিয়া শরিফ হামদ্ -নাত, ক্বেরাত, আজান প্রতিযোগীতা এবং ছাত্রদের ছবক, ...বিস্তারিত
নুরুল কবির : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল য় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, হতদরিদ্র বাংল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি স্বল্পতায় উৎপাদন ধসের পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২০২১-২২ অর্থ বছরের শিক্ষাবৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকেরধাক্কায় মোটরসাইকেলের আরোহী নেন্সি চাকমা (১৮) নামে এক কল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited