রাজস্থলীতে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত


রাজস্থলী প্রতিনিধি    |    ০৪:৪৭ পিএম, ২০২১-১২-১৩

রাজস্থলীতে ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’— এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১২ ডিসেম্বর রবিবার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে সকাল ৭ টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ - পালিত হয়।

এছাড়া সকাল ১০ টায় উপজেলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে র‌্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালীর পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুফল দেশের ১৮ কোটি মানুষ পাচ্ছে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশে ঘোষণা করেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব লাভের পর ডিজিটাল বাংলাদেশ হয়েছে দেশের জনগণের ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মর্কতা ওসি মফজল আহমদ খান, ডাঃ রুইহলাঅং মারমা, কৃষি অফিসার মাহবুব আলম,সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমা, হারাধন কর্মকার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী, বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর রচনা ও চিত্রাঅংকন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।