বান্দরবানে দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন 


নুরুল কবির    |    ০৪:৩৯ পিএম, ২০২১-১২-১৩

বান্দরবানে দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন 

বান্দরবানে দুস্থ অসহায়  ও  সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে । রবিবার বিকালে বান্দরবান রোটারী ক্লাব এর আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয় । শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি , অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল , রোটারি ক্লাবের ৩২৮২ এর গভনর আবু ফয়েজ খান চৌধুরী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হক বাহাদুর , রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ , বান্দরবান পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান রোটারী ক্লাব এর সাধারন সম্পাদক তরুন কান্তি দাশ, রোটারীয়ান আনিসুর রহমান সুজন,ফারুক আহমেদ চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মানুষের সেবা ও সহায়তায় এগিয়ে আসার চেয়ে বড় আর কোনো কাজ হতে পারে না। যাঁরা মানুষের কল্যাণে, মানবতার উন্নয়ন ও সেবায় কাজ করে তাঁরা মহান মানুষ। রোটারী ক্লাব কেবল একটি সাধারণ বিনোদনের ক্লাব/সংগঠন নয়। এটি বিশ^ ব্যাপী মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। বান্দরবানেও রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় নানা উদ্যোগ নিয়েছে। যা প্রশংসার দাবি রাখে। পার্বত্যমন্ত্রী রোটারীরিয়ানদের বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
পরে এক হাজার অসহায দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের করা হয় ।