নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৫ পিএম, ২০২১-১২-১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৩টি অনলাইন পোর্টালের বিরুদ্ধে রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল চৌধুরী।
শনিবার সকালে রাঙামাটি কোতয়ালী থানায় মামলাটি করেন তিনি।
এ বিষয়ে মামলার বাদি রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন আলাল যে বক্তব্য দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রচার করেছে যা মানহানিকর, দেশের ভাবমূর্তি ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং দেশের বাহিরে মাননীয় প্রধান মন্ত্রীর মান ক্ষুন্ন করেছে। যা উষ্কানিমূলক, ধর্মীয় অনূভূতিতে আঘাত এবং দাঙ্গা লাগানো ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে বক্তব্য দিয়েছে। তা বাংলােিদশ আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাই একজন আওয়ামীলীগের কর্মী হিসেবে দলকে ভালবাসি বিধায় তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে আমি এই মামলা করেছি। তিনি দেশের প্রচলিত আইনে মোয়াজ্জেম হোসেন আলালের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
অপরদিকে ঘটনাটির নিন্দা জানিয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছে আমি তা প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি আমার রাঙামাটি জেলাসহ বাংলাদেশের সকল জেলাতে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে সকল নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধান মন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচীপূর্ণ বক্তব্য দিয়েছে তার মত একজন রাজনীতিবিদের কাছে আমরা এটা আশা করিনি। এর মাধ্যমে বিএনপি রাজনৈতিক দেউলিয়াপনা বোঝা যাচ্ছে। বিএনপির কোন জনসমর্থন নেই এর পাশাপাশি সামনে তাদের হেও প্রতিপন্নতা তার বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি মোয়াজ্জেম হোসেন আলালের বিরেুদ্ধে সকলকে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউপিডিএফ গণতান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তাবইমইনপাড়া গ্রামের, চট্রগ্রাম জেলাধীন রা...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি স...বিস্তারিত
আলমগীর মানিক : প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ বন্ধে চলমান নিষেধাজ্ঞাকালীণ স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : থানচিতে দুর্গম এলাকায় জীবননগর পাহাড়ের বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক চালক নিহত ঘটনা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্দোলনে অবৈধ আওয়ামীলীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তা দল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited