আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোয়াক এর উদ্যোগে রাঙামাটিতে র‌্যালী


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৩ এএম, ২০২১-১২-০৪

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোয়াক এর উদ্যোগে রাঙামাটিতে র‌্যালী

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গিরিফুল প্রজেক্ট, সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অফ অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর উদ্যোগে রাঙ্গামাটি শহরে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে র‌্যালীটি রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে শুরু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় র‌্যালীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, সাংবাদিক  ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন।

গিরিফুল প্রজেক্টের ডাইরেক্টর মোঃ মফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, সোয়াকের চেয়ারপার্সন মিসেস সুবর্ণা চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,

সোয়াক প্রতিবন্ধী স্কুলের গানের শিক্ষক পংকজ বাহাদুর, সাংবাদিক মিল্টন বাহাদুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত মর্যাদা, তাদের গ্রহণ করে নেওয়া এবং সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়নের দাবি করেন।