জুরাছড়ি সফরে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৬:০৯ পিএম, ২০২১-১১-৩০

জুরাছড়ি সফরে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল

জুরাছড়ি উপজেলায় আজ মঙ্গলবার ঘিলাতুলী শিলছড়ি এলাকায় সফরকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমাৃর চাকমা বলেন, যাহাতে মানুষ উপজেলা সদরে সহজে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে ঘিলাতুলী থেকে বরকলক পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ করে দেওয়া হবে।

শুধু রাস্তা নয় কৃষকরা যাহাতে সঠিক ভাবে সেচের সুব্যবস্থা সহ ঘিলাতুলী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় গুলোতে উন্নয়ন মূলক কাজ করা হবে।

তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,তারই ধারাবাহিকতা বজায় রেখে জুরাছড়ি উপজেলা উন্নয়নের ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকবেনা। তাই উন্নয়নের স্বার্থে সকলকে একযোগে সহমর্মিতা মনোভাব নিয়ে কাজ করার জন্য আহ্বান করেন। 

শিলছড়ি বাজারে আলোচনা সভায় সাবেক ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা। তিনি বলেন, ইতিমধ্যে উন্নয় বোর্ড থেকে জুরাছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের লক্ষে ১৭ কোটি টাকা বরাদ্ধ দেওয়ায় চেয়ারম্যান নিখিল কুমার চাকমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ৩ নং মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জুরাছড়ি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা, আওয়ামীলীগ নেতা চারু বিকাশ চাকমা সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।