দুর্গম রেমাক্রীতে ১ম বারের মত পা রাখলেন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক


থানচি প্রতিনিধি    |    ০৮:৪৭ পিএম, ২০২১-১১-২৭

দুর্গম রেমাক্রীতে  ১ম বারের মত পা রাখলেন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক

বান্দরবানে থানচি উপজেলা দুর্গম রেমাক্রী ইউনিয়নে স্বাধীনতা পরবর্তীতে প্রথম বারের মতো পা রাখলেন বান্দরবােনের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক ( জেলা ও দায়রা জজ)

মো: এহ্সানুল হক বলেন,পাহাড়ে গ্রামে গঞ্জে নির্যাতিত নিপিরিত অসহায় নর- নারীদের গ্রাম আদালতে শালিস বিচার ব্যবস্থা ও জেলা ও দায়রা জজ এর বিচার ব্যবস্থা সমন্বয় করে পাহাড়ে প্রথাগত বিচারগুলি এক যোগে ব্যবস্থাপনা তৃনমূলে দৌড় গোড়ায় পৌছতে বর্তমান সরকারের নিরলস পরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাজের সকল শ্রেনির পেশা সমন্বয়ের গনসচেতনতাসহ এক যুগে কাজ করতে পারলে নারী নির্যাতনসহ অনেকাংশে কমে আসবে।

এবং এক যোগে কাজ করে যাওয়ার আহব্বান জানান। রেমাক্রী বাজার প্রাঙ্গনে গ্রাম আদালত ও প্রথাগত বিচার ব্যবস্থা বিষয়ক পথ নাটক প্রদর্শন মঞ্চে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ( পর্যায়-২) প্রকল্পের আওতায় স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতাকারী ফোরাম (এলভিএমএফ) কমিটি সদস্যদের আয়োজনে,জাতী সংঘ উন্নয়ন কর্মসূচী ইউনেটেড ন্যাশান ডেবলভম্যন প্রোগ্রাম (ইউএনডিপি) অর্থায়নে, স্থানীয় এনজিও তহ্জিংডং,গ্রাউজ,বিএনকেএস বাস্তবায়নের গত এক বছর যাবৎ এ কার্যক্রম চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতা উপজেলা ৪ ইউনিয়নের চলমান প্রকল্পের পরিদর্শন করেন জেলা ও দায়রা জজ আদালতে প্রতিনিধি দল।

শুক্রবার ২৬ নভেম্বর দুপুর ১১ টা প্রথম দিনের রেমাক্রী বাজার প্রাঙ্গনে গ্রাম আদালতে বিচার ব্যবস্থা বিষয়ক মঞ্চ নাটক প্রদর্শনে সময় সভাপতিত্ব করেন (এলভিএমএফ)কমিটি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যন আপ্রুমং মারমা,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলার দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ মো: মাবু হানিফ,লিগ্যাল এইড অফিসার মো: আবু মনসুর সিদ্দিকী,প্রশাসনিক কর্মকর্তা বেদারুল আলম, ইউএনডিপি জেলার ম্যানেজার খুশিরায় ত্রিপুরা, ফেসিলিটিটর ম্যাম্যানু মারমা,জেলা পরিষদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কন্যা শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের জেলা অফিসার সিংম্যাপ্রু, বিএনকেএস কমিউনিটি ম্যানেজার নূশৈপ্রু মারমা,গ্রাউজের হিসাব রক্ষক মংটিংপ্রু, প্রকল্প কো- অর্ডিনেটর টুলু মারমা, প্রশিক্ষক দীপু তংচংগ্যা, রেমাক্রী মৌজা হেডম্যান সাবলান বম প্রমূখ উপস্থিত ছিলেন।