সেরা করদাতা সম্মাননা পেলেন রাঙামাটির সুলতান কমরুদ্দীন


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৩ পিএম, ২০২১-১১-২৬

সেরা করদাতা সম্মাননা পেলেন রাঙামাটির সুলতান কমরুদ্দীন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড আয়কর অনুবিভাগের আওতাধীন কর অঞ্চল-৩ চট্টগ্রাম এর করদাতা এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সুলতান কমরুদ্দীন ২০২০-২১ কর বছরে রাঙামাটি জেলার ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় “সেরা করদাতা সম্মাননা” পেয়েছেন।

বুধবার সকালে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে “সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন” প্রতিপাদ্যে আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২১ এ ২০২০-২১ কর বছরে রাঙামাটি জেলার ৩য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হওয়ায় সুলতান কমরুদ্দীন হাতে “সেরা করদাতা সম্মাননা” পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১ চট্টগ্রামের কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

এবিষয়ে সুলতান কমরুদ্দীন বলেন, এবারই প্রথম না আমি ২০১৮ ও ২০১৯ সালে সেরা করদাতা সম্মাননা পেয়েছি। তিনি অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় “সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন” উল্লেখ করে সকলকে আয়কর দেওয়ার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।