থানচিতে নারী সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারভিযান


থানচি প্রতিনিধি    |    ০৭:১৭ পিএম, ২০২১-১১-২৫

থানচিতে নারী সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের প্রচারভিযান

বান্দরবানে থানচিতে আর্ন্তজাতিক নারী সহিংসতা বিরুদ্ধে ১৫ দিনে পক্ষ ব্যাপী প্রচারভিযান শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রচারভিযানে অংশ নিবেন বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। নারী প্রতি সহিংসতা বিরুদ্ধে লিঙ্গ ভিক্তিক সহিংসতা বিরুদ্ধে ১৬ দিনে প্রচারভিযানে বিভিন্ন বিদ্যালয়ের অধ্যায়নরত নারী শিক্ষারাথীদের কাবডি,কেরাম,কেরাতে নানান খেলাধুলাসহ প্রতিযোগীতা, আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠান।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্পের অর্থায়নের স্থানীয় এনজিও সংস্থা তহ্ জিংডং এর আয়োজন করেন। প্রচারভিযানের প্রথম দিনের উপজেলা পরিষদে শহীদ মিনার প্রাঙ্গনে বিদ্যামনি পাড়া কিশোরী ক্লাব,নকথাহা পাড়া কিশোরী ক্লাব,আইলমারা পাড়া কিশোরী ক্লাব,ঙাইক্ষ্যং পাড়া কিশোরী ক্লাবের মধ্যে কাবাডি প্রতিযোগীতা,আলোচনা সভা ও বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০ টা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা এনজিও সংস্থা তাহ্ জিংডং প্রশিক্ষণ কর্মকর্তা সাচিং মারমা সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ সময় বিএনপিএস প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মজুমদার, মনিটরিং অফিসার রিচার্ড ডিও কলিন দেউরি, প্রোগ্রাম এ্যাডভোকেসি হোসনে জাহান, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, তহ্ জিংডং এর মনিটরিং অফিসার নুহাই মারমা প্রমূখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মে কিশোর কিশোরীরা সচেতন হলে নারী সহিংসতা পথ অবশ্যই মুক্তি পাবে। এ জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সরকারী বেসরকারী ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাওয়া আহব্বান জানান।