বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আ:লীগ সদস্য নিহত. 


বান্দরবান প্রতিনিধি    |    ০১:১৭ এএম, ২০২১-১১-২৪

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আ:লীগ সদস্য নিহত. 

বান্দরবানের তারাছায় পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে এক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো একজন। 

নিহত উথোইচিং তারাছা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বলে জানিয়েছেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা চাইহ্লা মারমা। 

মঙ্গলবার সন্ধ্যায় জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ৩নং ওয়াডের তালুকদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে সেনাবাহীনি ও জেলা পুলিশের টিম হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনছিল বলে মুঠোফোনে জানান তারাছা ৩নং ওয়াডের মেম্বার উচিমং মারমা। 

নিহতের নাম উথানু মামা(৪২)। তিনি ওই পাড়ার নজিরা মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উথোইনু মারমা নিজ ঘরে ভাত খাওয়ার সময় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা ঘরের দরজায় ঢুকে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই মারা যান উথোইনু। 

এসময়  ক্রাচিং প্রু মারমা নামে এক নারী কোমরের বাম পায়ের নিচের অংশে গুলিবিদ্ধ হয়েছে।  

তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথোইচিং মারমা জানান, ঘরে ভাত খাওয়ার সময় অস্ত্রধারীরা ঘরে ঢুকে উথোইচিংকে গুলি করলে ঘটনাস্থলে মারা যান তিনি। একজন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আকতার জানান, হতাহতদের উদ্ধার করার জন্য গেছেন পুলিশের টিম। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।