রাজস্থলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


আইয়ুব চৌধুরী    |    ০৬:১৮ পিএম, ২০২১-১১-২৩

রাজস্থলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে  অনুষ্ঠিতব্য  রাজস্থলী  উপজেলায় তিন টি  ইউনিয়ন পরিষদ  নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল ৯ টায়  রাজস্থলী বাজার  সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে  বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস  রাজস্থলী এর আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে  ২২জন প্রিজাইডিং অফিসার, ৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১১৮ জন পোলিং অফিসার এবং রিজার্ভ হিসেবে ০২ জন প্রিজাইডিং অফিসার, ০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ০৮ জন পোলিং অফিসার সহ সর্বমোট ২১৪ জন উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক,  সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সহকারী পুলিশ সুপার ( রাজস্থলী চন্ত্রঘোনা সার্কেল) আবু সালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া সহ, রাঙামাটি সদর, নানিয়াচর, কাপ্তাই,বিলাইছড়ি নির্বাচন অফিসার গন উপস্থিত ছিলেন।