আলমগীর মানিক | ০৩:০৭ এএম, ২০২১-১১-১৭
ন্যায়বিচার নিশ্চিত ও মানবতার কল্যাণে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙামাটির বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম। তিনি মঙ্গলবার রাতে রাঙামাটির নবীন আইনজীবীদের জন্য আয়োজিত দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এই আহবান জানিয়ে বলেন, ন্যায়বিচার হলো সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলার সোপান।
ন্যায়বিচারের মাধ্যমেই সমাজবদ্ধ জীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।নবীন আইনজীবীদের বই পড়া ও সিনিয়র আইনজীবীদের কাছে থেকে জ্ঞান অর্জনের পরামর্শও দিয়েছেন রাঙামাটির বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম।
মঙ্গলবার প্রথমবারের মতো রাঙামাটি জেলা আইনজীবী সমিতি ভবনে “বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভূক্ত ২০২১ সনের বিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মর্যাদা বিকাশে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটিস্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর বিচারকএ.ই.এম ইসমাইল হোসেন, রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফারুক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাব উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও রাঙামাটি আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।
সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল গাফফার মুন্না, সঞ্চালনা করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী কানু’র সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নবীন ১১ জন আইনজীবীসহ রাঙামাটি বারের আইনজীবীগণ অংশগ্রহণ করেন। দুই পর্বের এই কর্মশালা অনুষ্ঠানে প্রথম পর্বের শুরু করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। এরপর নবীন আইনজীবী ও অতিথিদের মাঝে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মাননার ক্রেষ্ট প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে আইনজীবিদের উদ্দেশ্য করে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্যে প্রশিক্ষকবৃন্দ বলেন, সিনিয়র আইনজীবীদের চেম্বারকে আইন শিক্ষায় একেকটি ইনস্টিটিউট হিসেবে মনেপ্রাণে বিশ্বাস করতে হবে। নবীন আইনজীবীদের উচিত সিনিয়রের চেম্বারে সঠিক সময়ে উপস্থিত হওয়া।বিচারপ্রার্থী ও বিপক্ষের আইনজীবীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে বক্তাগণ বলেন, এতে করে জনসমক্ষে ও আদালতের কাছে আইনজীবী হিসেবে যোগ্যতা, গ্রহনযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। আত্মমর্যাদাবোধ ও এই পেশার প্রতি যথাযথ নিষ্ঠাবান থাকা এবং পেশাদারী আচরণ ও নৈতিক মানদন্ড অনুসরণ করার আহবান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউপিডিএফ গণতান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের তাবইমইনপাড়া গ্রামের, চট্রগ্রাম জেলাধীন রা...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : পিসিপি’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি স...বিস্তারিত
আলমগীর মানিক : প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ বন্ধে চলমান নিষেধাজ্ঞাকালীণ স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : থানচিতে দুর্গম এলাকায় জীবননগর পাহাড়ের বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক চালক নিহত ঘটনা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্দোলনে অবৈধ আওয়ামীলীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তা দল ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2022 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited