মাদক অধিদপ্তরের অভিযানে মদসহ আটক-১; উপপরিদর্শকের কটাক্ষের শিকার সাংবাদিক!


মাসুদ পারভেজ নির্জন    |    ০২:৫৯ এএম, ২০২০-১০-০৯

মাদক অধিদপ্তরের অভিযানে মদসহ আটক-১; উপপরিদর্শকের কটাক্ষের শিকার সাংবাদিক!

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাঙামাটির ঝুলন্ত ব্রীজ এলাকা থেকে ২২ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করেছে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত এই অভিযানে অথুই মারমা (৩৪)নামের এক মাদক ব্যবসায়ি যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটিস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার তত্ত্বাবধানে পর্যটনস্থ ঝুলন্ত ব্রীজের পশ্চিম পাশের ঘাটে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে উপ-পরিদর্শক জসিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রি, সিপাহী ফখরুল হাসান চৌধুরী, সালাউদ্দিন কাদের, সোহেল রানা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, ঝুলন্ত ব্রীজের ওপারের দেওয়ান পাড়া থেকে একটি দেশীয় বোট যোগে উক্ত মদগুলো বিক্রি করতে নিয়ে আসে দুই পাহাড়ি য্বুক। বিকেল চারটার সময় অভিযান পরিচালনা করে মাদক অধিদপ্তরের লোকজন বোটসহ উক্ত দুই যুবককে আটক করলেও অভিযানের প্রায় আড়াই ঘন্টা সময়কাল সেখানে রহস্যজনক অবস্থান করে পরবর্তীতে মদ নিয়ে আটক বোটটিসহ একজনকে ছেড়ে দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় অপরজন অথুই মারমাকে ২২ লিটার মদসহ আটক দেখানো হয়েছে। উক্ত অথুই মারমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ২৪(খ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে।  

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিবেদককে আটককৃত অথুই মারমা জানায়, আমরা দুইজন একসাথেই ছিলাম। স্যারেরা আমাদেরকে একসাথে আটক করলেও বয়স কম বিধায় একজনকে ছেড়ে দিয়েছে। প্রতিবেদকের প্রশ্নের জবাবে অথুই জানায় ছেড়ে দেওয়া যুবকের বয়স ১৪/১৫ বছর হবে। এসময় অভিযানের নেতৃত্বে থাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা উক্ত আটককৃত অথুই মারমাকে “হারামীর বাচ্চা” বলে কষে চড় মারেন।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, একটা বোট থেকে দুইজনকে মদ’সহ আটক করেছে। বোটটি জব্দের পাশাপাশি উক্ত দুইজনকেই নিয়ে যাওয়ার কথা থাকলেও বোটসহ একজনকে ছেড়ে দিয়ে রহস্যজনক কারনে মদসহ একজনকে নিয়ে গেছে মাদক অধিদপ্তরের লোকজন।

মদ পাওয়া বোট ও হাতেনাতে আটককৃত দুইজনের মধ্যে বোটসহ একজনকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে রাঙামাটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এসআই জসিম প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে বলেন,“শোনেন আপনি বেশি বোঝার চেষ্টা করিয়েন না। আমার কথা বুঝলেন। আপনি যতটুকু মানুষ ততটুকু বোঝেন। আমার কথাটা বুঝেছেন। কাকে ছেড়েছি কাকে ছাড়িনাই সে কথা আপনি জানেন ? আবোল তাবোল বলতেছেন। আপনি বেশি বোঝা শিখি গেছেন। আমার কথা বুঝতে পারলেন। এইসব কথা বলার আপনাকে সাহস দিয়েছে কেডা। কিসের সাংবাদিক হয়েছেন আপনে ? এসব বলে ফোন কেটে দেন উপ-পরিদর্শক জসিম উদ্দিন।

প্রসঙ্গত: সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপরোক্ত ব্যক্তিবর্গ রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে গিয়ে অপেশাদার সূলভ আচরন করার অভিযোগ করেছে স্থানীয়রা। সম্প্রতি ভেদভেদীতে এক অভিযানে গিয়ে সেখানে কিশোরীর শরীরে হাত দেওয়ার অভিযোগে স্থানীয়দের রোষানলে পড়ে। এসময় সেখানে জনতার হামলা থেকে নিজেদের রক্ষা করতে গিয়ে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে বিয়ষটি কোতয়ালী থানা পর্যন্ত গড়ায় এবং পৌর মেয়রের হস্তক্ষেপে বিষয়টি আপোষ মিমাংষা করা হয়। 

এরও আগে শহরের আসামবস্তি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা শহরের আসামবস্তি এলাকার একটি চায়ের দোকানের ভেতর থেকে স্থানীয় কলেজ পড়–য়া এক ছাত্রকে গাঁজা পাওয়ার অভিযোগে আটক করে মারধরের পর তার পকেটে থাকা ২ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার পরদিন উক্ত যুবকের বড় বোনকে শহরের রাজবাড়ি এলাকায় গিয়ে বিকেল বেলায় তার সাথে দেখা করার জন্য মুঠোফোনের মাধ্যমে প্রস্তাব দিয়েছিলেন শিবনাথ কুমার সাহা। উক্ত মহিলার ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে দেওয়া সেই কলের ভয়েস রেকর্ডও ইতিমধ্যে ফাঁস হয়েছে। সাংবাদিকদের কাছে উক্ত নারী নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন।