বান্দরবানে ইউপিডিএফ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী


নুরুল কবির    |    ০৪:০০ পিএম, ২০২১-১১-১৫

বান্দরবানে ইউপিডিএফ এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী

বান্দরবানে প্রথম বারের মতো পালিত হয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।সোমবার সকালে শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাং¯ৃ‹তিক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শ্রী অমর চাকমা।

বান্দরবান জেলা সভাপতি মংপ্রু মারমা হেডম্যানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- পাহাড়ী ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েল চাকমা, বান্দরবান জেলা সভাপতি উচিং মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, সারসিং বমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচন সভায় বক্তারা বলেছেন, পাহাড়ে সন্ত্রাসের রাজত্ব আর একনায়ক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চাই না। সন্তু লারমা আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলে সুখে থাকলেও পাহাড়ের জুম্ম জনগণ শান্তিতে নেই। তাই পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের পথচলা। 

বক্তরা আরও বলেন- জুম্ম জনগণের শান্তি, উন্নয়নসহ আমাদের কর্মীদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে প্রাণবিসর্জন দিয়ে হলেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবো। পাহাড়ী জনগোষ্টীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে সন্তু লারমা। জুম্ম জনগোষ্টীকে ব্যবহার করে পাহাড়ে চাঁদাবাজি ও ব্যবসা করলেও বৈশি^ক মহামারীতে পাহাড়ী জনগোষ্টীর পাশে দাড়ায়নি তারা। সন্তু ও তার দল পাহাড়ে রাবার বাগানসহ উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও সেগুন বাগান, রাবার বাগানসহ চাঁদাবাজি করে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। 

অনুষ্টানে পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন। পার্বত্য চট্টগ্রামে বিভেদ পন্থীদের নব্য ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সংগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেওয়া হয় ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে।