মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে লংগদু  ইউএনও কে বিদায়ী সংবর্ধনা


লংগদু প্রতিনিধি    |    ০৭:৪৪ পিএম, ২০২১-১০-২০

মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে লংগদু  ইউএনও কে বিদায়ী সংবর্ধনা

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাইনুল আবেদিন কে  উপজেলার মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে দেয়া হল  বিদায় সংবর্ধনা।

উপজেলার মাধ্যমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে এবং বায়তুশ শরফ মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমদে এর সার্বিক সহযোগীতায়   লংগদু উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আবেদীন কে বিদায়ী সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।

বুধবার (২০ অক্টোবর ) গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্স হল রুমে লংগদু উপজেলা ইউএনও কে সংবর্ধনা ক্রেস্ট তুলেদেন মাধ্যমিক শিক্ষক পরিবার।

এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল আবেদীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান,সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইনীমুখ ইসলামীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা ফেরদৌস আলম। 

প্রসঙ্গ ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার সম্প্রতি পদোন্নতি হয়েছে। কয়েকদিনের মধ্যেই যোগদানের কথা রয়েছে মন্ত্রীপরিষদ বিভাগে। গত বছরের মার্চ মাস থেকে ইউএনও হিসেবে প্রথম দায়িত্ব পালনে লংগদুতে আসেন মাইনুল আবেদীন। এই অল্প সময়ে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা করেছেন।