বাঘাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত


ওমর ফারুক সুমন    |    ০৮:৩৫ পিএম, ২০২১-১০-১৩

বাঘাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, দিবসটি উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার  আয়োজন করা হয়।

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা পরিষদ এই দিবসটির আয়োজন করে।

এবারের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল প্রজন্ম, আমাদের প্রজন্ম” কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ মীর কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওলি হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা নারীর ক্ষমতায়ান বৃদ্ধি, বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষার প্রসার ঘটানোর উপর জোর দেন।