বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


বাঘাইছড়ি প্রতিনিধি    |    ০৮:৩৩ পিএম, ২০২১-১০-১৩

বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাঙামাটির বাঘাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” কাচালং সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মীর কামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি  কৃষি সম্পসারণ অধিদপ্তরের কর্মকর্তা কলি হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। বক্তারা বিভিন্ন দুর্যোগে করণীয় নির্ধারণ নিয়ে আলোচনা করেন।