আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে নানিয়ারচরে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৬ পিএম, ২০২১-১০-১৩

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে নানিয়ারচরে আলোচনা সভা

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।

বুধবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নী।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার ও ওসি মোঃ সাব্বির রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রধান অতিথি বলেন,  পাহাড়ে এক সময়ে অনেক বড় বড় গাছ দেখেছি কিন্তু এখন আমরা শুধু গাছ কাটছি। বিপরীতে তুলনামূলকভাবে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। 

সভায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চল দুর্যোগ প্রবন একটি এলাকা।প্রাকৃতিক দূর্যোগের পাশাপাশি মানব সৃষ্ট দূর্যোগ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। এসময় বিগত সময়ের পাহাড় ধ্বস ও এর প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়।