রাঙামাটিতে পরিবার পরিকল্পনা’র নিয়োগ পরীক্ষা স্থগিত!


সাখাওয়াৎ হোসেন রুবেল    |    ১০:৪৪ পিএম, ২০২১-১০-০৭

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা’র নিয়োগ পরীক্ষা স্থগিত!

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে নিয়োগের জন্য শুক্রবার (০৮ইং অক্টোবর) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত থাকার নিয়ম করা হলেও প্রতিনিধি উপস্থিত হতে না পারায় উক্ত নিয়োগের লিখিত পরিক্ষা স্থগিত করা হয়েছে।

এব্যাপারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী গণমাধ্যমকে জানান, লিখিত পরিক্ষার সময় স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য পার্বত্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিতভাবে এবং মৌখিকভাবে টেলিফোনে প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ জানানো স্বত্ত্বেও যথাসময়ে মন্ত্রণালয়ের প্রতিনিধি আসতে না পারায় বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরিক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। আগামীতে এ লিখিত পরীক্ষার বিষয়ে পুনরায় তারিখ জানানো হবে বলে যোগ করেন চেয়ারম্যান।

নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাধ্য হয়েছে। এই পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য দূরদূরান্ত থেকে যে সকল পরীক্ষার্থী এসেছেন এবং কষ্ট করেছেন সেজন্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেছেন।